Thursday, March 23, 2023
বাড়িEntertainment৪৬৫ বার কনে সেজে আজও কুমারী জনপ্রিয় এই অভিনেত্রী

৪৬৫ বার কনে সেজে আজও কুমারী জনপ্রিয় এই অভিনেত্রী

Ads

ভারতের ভোজপুরি চলচ্চিত্র এর অন্যতম জনপ্রিয় অভিনেত্রীরানী চ্যাটার্জি। ক্যারিয়ারে রয়েছে তার অসংখ সিনেমা। ২০১৩ সালে ‘স্বশুরা গারা পয়সাওয়ালা’ সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন ভোজপুরি সুপারস্টার মনোজ তিওয়ারি। মুভিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে, বেশ কয়েকটি পুরস্কার জিতেছিল।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রানি চ্যাটার্জিকে। ইতিমধ্যে এই শিল্পে ১৯ বছর পেরিয়ে গেছে। এই দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন রানী। বেশির ভাগ সিনেমাই সুপার হিট।

ভোজপুরি সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। তার ভক্তদের সাথে যোগাযোগ রাখতে প্রায় প্রতিদিনই তাকে তার আশ্চর্যজনক ছবি এবং ভিডিও পোস্ট করতে দেখা যায়। অভিনেত্রী তার নতুন ছবি ‘গ্যাংস্টার অফ বিহার’ নিয়ে আবারও আলোচনায়।

এই সিনেমায় বিয়ের কনের লুকের ছবি পোস্ট করে একটি মজার তথ্যও শেয়ার করেছেন তিনি। অভিনেত্রী বলেন, তিনি তার জীবনে ৪০০ বারের বেশি কনে চরিত্রে অভিনয় করেছেন।

পোস্টে রানি লিখেছেন, তার ১৯ বছরের ক্যারিয়ারে তাকে ৪৬৫ টি বিয়ের সাজতে হয়েছে। আবারও কনে সাজতে হচ্ছে আসন্ন সিনেমা ‘গ্যাংস্টার অফ বিহার’-এর জন্য। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না।

কিন্তু পর্দায় এতবার কনের ভূমিকায় অভিনয় করা রানি বাস্তবে এখনও বিয়ে করেননি। চলতি বছরের নভেম্বরে তার বয়স হবে ৪৪ বছর।

এই অভিনেত্রীর আসল নাম সাবিহা শেখ। মুসলিম পরিবারের সন্তান হয়েও হিন্দু হিসেবে পরিচিত হওয়ার বিষয়ে রানি অনেক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা মন্দিরে স্বশুরা গারা পয়সাওয়ালা সিনেমার একটি দৃশ্যের শুটিং করছিলাম, মিডিয়ার লোকজন আমার সাক্ষাৎকার নিতে এসেছেন। পরিচালক ভেবেছিলেন যেহেতু আমি একজন মুসলিম তাই আমার আসল পরিচয় প্রকাশ করলে মন্দিরে শুটিং নিয়ে বিতর্ক হতে পারে।

তাই কেউ আমার নাম জিজ্ঞেস করলে পরিচালক বললেন ‘রানি চ্যাটার্জি’। সেই সময় বলিউডে রানি মুখার্জি ছিলেন একজন নতুন অভিনেত্রী। এটা আমার নাম রানী চ্যাটার্জিকে অনুপ্রাণিত করেছিল।

উল্লেখ্য, ভোজপুরি জনপ্রিয় অভিনেত্রী রানী ব্যাপক প্রশংসা পেয়েছেন তার কাজের মাধ্যমে বিশেষ করে দেখা গেছে তার সুনিপুন অভিনয় দক্ষতা মানুষকে মুগ্ধ করেছে।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments