বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের গোলাবর্ষণ নিয়ে নানা সমালোচনা উঠছে এবং সেই সাথে এই ঘটনার জন্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয় এবং সেই সাথে একাধারে ৪ বার তাকে ডেকে জিজ্ঞাসা করা হয়েছে তবে এবার বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের গোলার আঘাতে হতাহতের ঘটনায় দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রোববার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই কূটনীতিককে তলব করে সীমান্তের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়।
তলব শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হওয়া এড়াতে দৌড়ে গাড়িতে ওঠে এলাকা ত্যাগ করেন রাষ্ট্রদূত। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, এই ঘটনার আগে গত শুক্রবার রাতে মিয়ানমারের পাহাড় থেকে ছোড়া মর্টারের একাধিক গোলা রাখাইনের ওয়ালিডং পাহাড়ের পাদদেশের শূন্যরেখার রোহিঙ্গা আশ্রয়শিবিরে এসে পড়ে। এতে মো. ইকবাল নামের একজনের প্রাণ যায়। আহত হয় আশ্রয়শিবিরের পাঁচজন।