Friday, March 24, 2023
বাড়িAbroadএবার নিষেধাজ্ঞা এল চার বাংলাদেশির উপর

এবার নিষেধাজ্ঞা এল চার বাংলাদেশির উপর

Ads

প্রতিটি দেশে প্রবেশের জন্য নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে তবে এই এসব উপেক্ষা করে অবৈধ উপায়ে অনেকে বিভিন্ন দেশে প্রবেশ করে থাকে যা আইনত দন্ডনিয়।অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রোমানিয়ায় প্রবেশের চেষ্টা করায় চার বাংলাদেশি ও দুই ভারতীয় নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটি। আগামী পাঁচ বছরের জন্য তাদের রোমানিয়া এবং সেনজেন জোনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রোমানিয়া জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন ২০ জানুয়ারী একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ইনফোমিগ্রান্টস রিপোর্ট করেছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির আরাদ অঞ্চলের অভিবাসন কর্মকর্তারা ১৯ জানুয়ারি চার বাংলাদেশি ও দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠান। তাদের সবাইকে অবৈধভাবে শেনজেন সীমান্তে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করে।

প্রত্যাবাসিত সকলেই ২৬ থেকে ৪০ বছর বয়সী পুরুষ। তাদের ফেরত পাঠানোর আগ পর্যন্ত তারা পুলিশ হেফাজতে ছিলেন। সব আইনি প্রক্রিয়া শেষে তাদের রোমানিয়ার ক্লুজের সোমেসেনি বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে বিমানযোগে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

রোমানিয়ার জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশনের আরেকটি বিবৃতিতে বলা হয়েছে যে জানুয়ারির শুরু থেকে ১৫৩ টি আশ্রয়ের আবেদনও নিবন্ধিত হয়েছে। যার বেশিরভাগই বাংলাদেশের নাগরিকরা আবেদন করেন। ৭৪টি আবেদন নিয়ে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ১৫ টি নেপালি নাগরিক এবং ১২ টি পাকিস্তানিদের দ্বারা আশ্রয়ের আবেদন করা হয়েছিল৷

উল্লেখ্য, বিভিন্ন সময় অবৈধ অভিবাসনের কারনে দেখা যায় অভিযান পরিচালনা করা হয় রোমানিয়ায় , দেশটি ২০২২ এর ধারাবাহিকতায় নতুন বছরের শুরু থেকে হাঙ্গেরির সীমান্তে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান জোরদার করেছে।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments