ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১ ,জানা গেছে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত। শুধু রাজধানীতেই নয় দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৯টা ০২ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের কাছে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১।
আবহাওয়াবিদ আরও বলেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ঢাকার দূরত্ব ছিল ৫২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
চট্টগ্রাম ও রাজধানী ঢাকার বাসিন্দারা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
এদিকে, ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ওয়েবসাইট অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। বঙ্গোপসাগর থেকে ভূমিকম্পের উৎপত্তি। গভীরতা ছিল ১০ কিমি। বাংলাদেশ সময় সকাল ৯টা ০২টা ৫৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
দেশের কোথাও থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ভুমিকম্পের ঘটনা ঘটে থাকে এবং সব থেকে বেশি ঘটে জাপানে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এটি ঘটে থাকে তবে এর মাত্রা তুলনামূলক কম থাকে।