Friday, March 24, 2023
বাড়িEconomyঘোষণা ছাড়াই এবার প্রবাসীদের আয় দেশে পাঠানোর বড় সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

ঘোষণা ছাড়াই এবার প্রবাসীদের আয় দেশে পাঠানোর বড় সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

Ads

বাংলাদেশে দেখা যাচ্ছে ডলার সংকট এর প্রভাব পড়েছে এবং এই অবস্থা মূলত তৈরী হয়েছে রপ্তানি বাণিজ্য কমে যাওয়া এবং প্রবাসী আয় কমে যাওয়ার কারনে তবে এই অবস্থা থেকে উত্তরণের জন্য কাজ করছে সরকার। তারই ধারাবাহিকতায় এবার ঘোষণা ছাড়াই ডলার আনার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক সেবা খাতের আয়ের রেমিট্যান্স সম্পর্কে অনলাইন ঘোষণা (সি-ফর্ম নামে পরিচিত) ছাড়াই ২০ ,০০০ ইউএস ডলার বা সমতুল্য মুদ্রা দেশে আনা সম্ভব করেছে। যা আগে ছিল ১০ হাজার মার্কিন ডলার। তবে প্রবাসীরা কোনো ঘোষণা ছাড়াই যেকোনো পরিমাণ অর্থ পাঠাতে পারবেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ সব অনুমোদিত ডিলার (এডি) শাখায় একটি সার্কুলার পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক অথরাইজড ডিলার (এডি) ব্যাংকগুলোকে সেবা খাতের আয় বিষয়ের রেমিট্যান্স অনলাইনে ঘোষণার (সি-ফর্ম নামে পরিচিত) ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে। সেবা খাত থেকে ২০,০০০ মার্কিন ডলার বা সমতুল্য আয় এখন সি-ফর্মে ঘোষণা ছাড়াই আনা যাবে।

ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, সি-ফর্মে ঘোষণা ছাড়াই ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত আয় ফেরত দেওয়ার সুবিধার ফলে সেবা রপ্তানিকারকরা অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই প্রাপ্ত আয় নগদীকরণ করতে পারবেন।

প্রবাসীদের দেশে অর্থ পাঠানোর বিড়ম্বনা সহ নানা প্রতিবন্ধকতা ইতিপূবে দেখা গেছে এবং সেই সাথে দেখে গেছে দেশে প্রবাসীদের ডলার আনতে অবারিত সুযোগ ছিলনা তবে এখন থেকে তারা কোনো ঘোষণা ছাড়াই ডলার আনতে পারবেন

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments