অভিনেতা অভিনেত্রীর প্রেমের ঘটনা প্রায় সময় শোনা গিয়ে থাকে। এপার বাংলা কিংবা ওপর বাংলা সব খানেই দেখা যায় এই বিষয়টি। তারই ধারাবাহিকতায় এবার দেখা গেল অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জি অভিনেত্রী শ্রীমার সঙ্গে প্রেম করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই প্রেমের ব্যাপারে শ্রীমা খুবই যত্নশীল। তিনি মুখ খুলছেন না। ইন্দ্রনীল এবং শ্রীমার একটি অন্তরঙ্গ ভিডিও এই মুহূর্তে টলিউডে ফাঁস হয়েছে।
বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, শ্রীমা-ইন্দ্রনীলের এই ভিডিও দেখে নেটিজেনদের চোখ বড় বড় হয়ে গেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ‘এক বিছানায় পাশাপাশি শুয়ে আছেন শ্রীমা ও ইন্দ্রনীল। শ্রীমা তার নাইট ড্রেসে আরামে ঘুমাচ্ছে। ইন্দ্রনীল হঠাৎ একটা দুষ্টবুদ্ধি নিয়ে জেগে ওঠে, বিছানায় একটি টুল নিয়ে তার উপর তার শরীরের ভারসাম্য রাখে এবং একটি কালো চাদর দিয়ে তার শরীর ঢেকে দেয়। তখন শ্রীমা মাঝরাতে উঠে ইন্দ্রনীলকে শূন্যে ভাসতে দেখে ভয়ে চিৎকার করে উঠলেন।
মূলত এই ভিডিওতে মেয়েদের ভয় দেখানোর টিপস দিয়েছেন ইন্দ্রনীল। শ্রীমার কথায়, ‘অনেক পেয়েছি’। কিন্তু নেটপাড়া অন্য অভ্যাস। শ্রীমা-ইন্দ্রনীলের ঘনিষ্ঠ বন্ধু সায়ক এই ভিডিওটি শেয়ার করে মজা করে লিখেছেন, ‘আমি বলছি ভয় পেলে নাকি অন্য কিছু মনে হয়।’
প্রসঙ্গত, ইন্দ্রনীলের আগে শ্রীমার একাধিক সম্পর্কে ছিল। খুল্লামখুল্লার প্রেম ছিল গৌরব রইস চৌধুরীর। এরপর এক ক্রিকেটারকে বিয়ে করেন এই নায়িকা। গৌরবের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর তিনি ক্রিকেটার কনিষ্ক শেঠের নামে চলে আসেন। এরপর ইন্দ্রনীলের সঙ্গে তার নতুন রসায়ন শুরু হয়।