বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বেশ চাপ এর মধ্যে রয়েছে এবং দেখা যাচ্ছে এর প্রধান কারন হল প্রবাসী আয় কমে গিয়েছে অন্যদিকে কমেছে দেশের রপ্তানি বাণ্যিজ্য আয়। এসকল কারনে ডলার সংকটে পড়েছে দেশ। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক সামসুল আলম। নিচে সেটি তুলে ধরা হল –
কখনও দুর্ভিক্ষ, কখনও যেকোনো অবস্থার জন্য তৈরি থাকার জন্য বার বার সতর্ক করা হচ্ছে কেনো? দেড় দশক ধরে টানা ক্ষমতা চালানোর পরে এই অবস্খা সৃষ্টি করা কোনো অবস্খাতেই মেনে নেয়া যায় না। এ কেবল লুটপাট, দেশের সম্পদ পাচার, আর অব্যবস্থাপনার ফল।
দেশের রাজকোষ খালি হয়ে গেছে, ব্যাংকগুলো ধংস হয়ে গেছে। তেল গ্যাস কিনতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না। সামনে খাদ্য সংকট হওয়ার প্রবল সম্ভাবনা। এ অবস্থায় এদের পক্ষে দেশ আর টেনে নেয়া সম্ভব হবে না। তাই আর দেরী না করে অবিলম্বে পদত্যাগ করে অন্যদেরকে রাষ্ট্র মেরামত করার সুযোগ দিন। দেশের অনাসৃষ্টি আর নিজেদের বিপদ আর বাড়াবেন না।