বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল। তিনি মূলত একজন ব্যাবসায়ী তবে সিনেমাতে তার আগমন হওয়ার পর তিনি চেষ্টা করেছেন বাংলা সিনেমাকে বিশ্বমানের করে তুলতে যার ধারাবাহিকতায় তিনি ইরানের সাথে মিলিত হয়ে একটি সিনেমা নির্মাণ করেন যার নাম দিন ‘দিন দ্য ডে।
‘দিন দ্য ডে’ সিনেমা নিয়ে জটিলতার কারণে বাংলাদেশি অভিনেতা-প্রযোজক অনন্ত জলিলকে ইরানের তেহরানের একটি আদালত তলব করেছে।
ছবিটির ইরানি পরিচালক মুর্তজা আতাশ জমজম সোমবার বিকেলে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বলেছেন, “জনাব অনন্ত জলিলকে আদালতে তলব করা হয়েছে এবং তাকে বা তার আইনজীবীকে তেহরানের ফৌজদারি আদালতের প্রসিকিউটর অফিসের নবম শাখায় হাজির হতে হবে ২৫ ডিসেম্বর
তিনি আদালতে একটি সমন পেপারও প্রকাশ করেন। ফার্সি ভাষায় তেহরানের বিচার বিভাগীয় তদন্ত আদালতের সিল রয়েছে। যেখানে অনন্ত জলিল, বাবা আব্দুল গফুরের ঠিকানা, মুনসুন ফিল্মস, কাকরাইল ঢাকা।
উল্লেখ্য, ‘দিন: দ্য ডে’ ছবিটি যখন মুক্তি পায় তখন শোনা গিয়েছিল এটি বাংলাদেশের ইতিহাসে সব থেকে বোরো বাজেটের সিনেমা । এই সিনেমায় অনন্ত জলিল এবং বর্ষার পাশাপাশি এতে অভিনয় করেছেন ইরান, আফগানিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশের শিল্পীরা।