Friday, March 24, 2023
বাড়িConutrywideসুলতান ডাইনের বিরিয়ানিতে কুকুর-বিড়ালের মাংস, অবশেষে মুখ খুললো কতৃপক্ষ

সুলতান ডাইনের বিরিয়ানিতে কুকুর-বিড়ালের মাংস, অবশেষে মুখ খুললো কতৃপক্ষ

Ads

সারাদেশে বর্তমানে সুলতান ডাইনের খাবারে বিভিন্ন প্রাণীর মাংস পাওয়া নিয়ে বইছে আলোচনা সমালোচনার ঝড়। সম্প্রতি একজন ভোক্তা সুলতানের খাবারের কাঁচা মাংস নিয়ে প্রশ্ন তুলেছেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। কেউ কেউ ফেসবুকে পোস্ট করে দাবি করেছেন, খাসির মাংসের নামে অন্য প্রাণীর মাংস খাওয়ানো হচ্ছে।অনেকেই এই ঘটনা জানার পর তাদের সাথে ঘটে যাওয়া একই ঘটনার অভিজ্ঞতা শেয়ার করছেন।

এসব অভিযোগের বিষয়ে মুখ খুললেন রাজধানীর গুলশান-২ এর সুলতানস ডাইন কর্তৃপক্ষ। কারণ ওই শাখার বিরুদ্ধে অভিযোগ করেছেন ভোক্তা।

ওই শাখার মার্কেটিং কমিউনিকেশন অফিসার ববি রানী দাস গণমাধ্যমকে বলেন, এ অভিযোগ ভিত্তিহীন। এটি একটি বড় ব্র্যান্ড। বিড়ালের মাংসের বিরিয়ানি নিয়ে একজন গ্রাহক যে অভিযোগ করেছেন তা আদৌ সম্ভব নয়।

ভোক্তার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “আমরা ওই ক্রেতার পরিচয় জানি না। খাবার নেওয়ার ঘণ্টা দুয়েক পর তিনি আমাদের কাছে অভিযোগ করে বলেন, ‘ওরা কী মাংস দিয়েছে, বিড়ালের মাংসের বিরিয়ানি?’ আমরা বলেছি, এটা কোনোভাবেই সম্ভব নয়।

বুধবার বিকেল থেকে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে সুলতানের ডিনারের খাবার নিয়ে অভিযোগ করছেন। কনক রহমান খান নামের এক ব্যক্তির বরাত দিয়ে একাধিক পাতায় এ তথ্য ছড়িয়ে পড়ে। সেখানে কাটলফিশের পাতলা হাড় দেখে প্রশ্ন উঠেছে। পোস্টটি আরও দাবি করে যে বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে জানানো হয়েছিল।

অভিযোগের বিষয়ে জানতে সুলতানের ডাইন-২ শাখার সাথে যোগাযোগ করা হয়েছিল। তাদের পৃষ্ঠায় পাওয়া নম্বরে কল করা হলে অপর প্রান্ত থেকে একজন মহিলা কলটি গ্রহণ করেন। তিনি বলেন, “অভিযোগটি আমাদের নজরে এসেছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি আরও দাবি করেন যে ব্যবসায়িক বিরোধীরা ‘গুজব’ ছড়াচ্ছে।

উল্লেখ্য, রাজধানী ঢাকার নামকরা সুলতান ডাইন এর খাবারের ম্যান নিয়ে এবার উটেছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই অভিযোগ তুলেছেন তাদের বিরিয়ানিতে বিড়ালের মাংস দেওয়া হয়।

 

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments