আসিফ নজরুল(Asif Nazrul) বাংলাদেশের বিশিষ্ট একজন ব্যক্তিত্ব।দেশের সমসাময়িক সব বিষয় নিয়ে তিনি কথা বলে থাকেন সব সময়ই। আর এরই ধারাবাহিকতায় এবার তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সিনহা হত্যার(Sinha killed) রায় নিয়ে।
পাঠকদের উদ্দেশে আসিফ নজরুলের(Asif Nazrul) সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো হুবহু:-
মৃত্যুদন্ড সবচেয়ে বড় শাস্তি। তারপরও মনে হচ্ছে প্রদীপ(OC Pradeep) আর লিয়াকতের(Liyaqt) জন্য ফাঁসীর আদেশও যথেষ্ট নয়। এই জগতের কোন শাস্তিই যথেষ্ট নয়।
আর মনে হচ্ছে, এমন অমানুষ তৈরী হয় যে পুলিশী ব্যবস্থায় তার কোন দায় নেই সিনহার খুনে, কিংবা আরো বহু মানুষের হত্যায়?
প্রসঙ্গত,দেশের বহুল আলোচিত মেজর সিনহার হত্যা মামলার রায় ঘোষনা করা হয় গতকাল বিকেল ৪ টা নাগাদ। রায়ে ঘটনার মাষ্টার মাইন্ড ওসি প্রদীপ(OC Pradeep) এবং তার একমাত্র সহযোগী পুলিশ পরিদর্শক লিয়াকতকে(Liyaqt) ফাঁসির আদেশ দেয় আদালত। এ ছাড়াও এই মামলার আসামী ৬ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদন্ড। এবং বাকি ৭ জনকে দেয়া হয় বেকসুর খালাস।