বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সহ আলী খান। বলিউডের নামকরা পাতৌদি নবাব পরিবারের মেয়ে তিনি বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন একাধিকবার।তবে বর্তমানে চলচ্চিত্রে তার ব্যস্ততা কম। পতৌদি পরিবারের মেয়ে বর্তমানে কুণাল খেমুকে বিয়ে করেছেন এবং সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করছেন। মেয়ে ইনায়াকে নিয়ে খুব ব্যস্ততায় দিন কাটে তার। শনিবার তিনি সোশ্যাল মিডিয়ায় বাথরুমের অভ্যন্তরের একটি ছবি শেয়ার করেছেন।
সোহা যে ছবিটি শেয়ার করেছেন তাতে দেখা গেছে বাথটাব ফেনায় ভরা। আর সে আর ইনায়া বাবল স্নান করছে। তিনি বহু রঙের বিকিনি পরেছেন। একটি ছবিতে একটি মেয়েকে চুমু খেতেও দেখা গেছে সোহাকে। ক্যাপশনে সোহা লিখেছেন, ‘আমার বুদবুদ ফাটিয়ে দিও না।’ মানে শনিবার মা ও মেয়ের জন্য বিশেষ স্নান ছিল।
তবে সোহার শেয়ার করা দুটি ছবি ইনস্টাগ্রামে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। যেমন কেউ কেউ মনে করেন এটি একটি খুব মিষ্টি মুহূর্ত, অন্যদের মতো, এই জিনিসগুলি সমাজকে কলুষিত করে। কমেন্টে একজন লিখেছেন, ‘মেয়েদের মনে হয় মায়ের সবচেয়ে কাছের মানুষ। কত মিষ্টি এই মুভি। আরেকজন লিখেছেন, ‘মিষ্টি মায়ের মিষ্টি মেয়ে। ইনায়া-সোহা দুজনেই সুন্দর।’ কিন্তু তৃতীয় ব্যক্তির কথার সুর সমালোচনামূলক। মন্তব্য করেছেন, ‘আমি মনে করি একজন শিক্ষিত মানুষ হিসেবে আপনার এই দায়িত্ব আছে কীভাবে সঠিকভাবে বাঁচতে হয় এবং অন্তত সমাজের কোনো ক্ষতি না হয়।’ চতুর্থ আবার লিখেছেন, ‘মেয়েটির ঠোঁটে চুমু খাওয়া। তারা লজ্জা পায় না!’
উল্লেখ্য, বর্তমানে অভিনয়ে তেমন একটা দেখা যায় না সহ আলী খান কে তবে গত বছরই ‘হুশ হুশ’ নামের একটি ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাকে। তাঁর শেষ সিনেমা ছিল ২০১৮ সালের সাহেব বিবি অর গ্যাংস্টার ৩