Friday, March 24, 2023
বাড়িEntertainmentফিল্মটি পরিবার নিয়ে দেখা যাবে না, এটা একটা অ্যাডাল্ট কনটেন্ট : তমা...

ফিল্মটি পরিবার নিয়ে দেখা যাবে না, এটা একটা অ্যাডাল্ট কনটেন্ট : তমা মির্জা

Ads

রায়হান রাফি বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত প্রযোজকদের মধ্যে একজন সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু সিনেমা সারা জাগিয়েছে তার মধ্যে পরান সিনেমাটি অন্যতম।চলচ্চিত্র, ওটিটি – প্রযোজক রায়হান রাফি দুই মাধ্যমেই নিজেকে প্রমাণ করেছেন। ‘পরাণ’ দিয়ে ঢালিউডকে নতুন দিশা দেখিয়েছেন । ‘তান’ সহ বেশ কয়েকটি ওয়েব ফিল্ম দিয়ে, তিনি তার প্রযোজনার দিকে চুম্বকের মতো দর্শকদের টানেন। তারই ধারাবাহিকতায় আসছে এই নির্মাতার নতুন ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’।

শুক্রবার ওটিটি মিডিয়াম বিঞ্জের ফেসবুক পেজে ‘ফ্রাইডে’-এর টিজার প্রকাশ করা হয়েছে। ২৫ সেকেন্ডের টিজারে একটি পরিবারের পাঁচ সদস্য বসে আছেন। তারা সবাই আহত। শরীরে আঘাত দেখেই বোঝা যায়। মানুষের চোখে-মুখে বিরাজ করছে হতাশা। টিজারের শেষ দেখে অনুমান করা যায় যে পাঁচজনের মধ্যে চারজনের মধ্যে খারাপ কিছু ঘটবে।

‘ফ্রাইডে’ ছবিতে অভিনয় করেছেন তমা মির্জা। টিজার শেয়ার করে তিনি লিখেছেন, ‘পৃথিবীতে মানুষের চেয়ে বড় কোনো প্রাণী নেই!’

ওয়েব ফিল্ম সম্পর্কে জানতে চাইলে তমা মির্জা গণমাধ্যমকে বলেন, নাম অনুযায়ী শুক্রবার পোস্টার প্রকাশ করা হয়েছে। এটি সম্পর্কে কথা বলতে গেলে চরিত্রটি প্রকাশ পাবে তাই আমি এটি নিয়ে কথা বলতে চাই না। তবে এতটুকুই বলতে চাই, এই ওয়েব ফিল্ম পরিবার নিয়ে দেখা যাবে না, আলাদা করে দেখতে হবে। এটি একটি প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু।

গল্পটি কোন ধারার? তমা মির্জা বলেন, আমি সেটাও বলতে চাই না। আমাদের চারপাশে রয়েছে অসংখ্য ঘটনা। সেইসব গল্প থেকেই বেছে নেওয়া হয়েছে ওয়েব ছবির গল্প। ওয়েব ফিল্মটি আমাদের চারপাশের হৃদয়স্পর্শী সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি।

আপনার চরিত্র কেমন? তিনি বলেন, আগেই বলেছি, চরিত্র নিয়ে বেশি কিছু বলতে চাই না। তবে এ ধরনের চরিত্র আগে কখনো করিনি। চরিত্রটি ছিল অনেক বেশি কঠিন, চ্যালেঞ্জিং। এটি একটি সাহসী উদ্যোগ, দর্শকদের জিজ্ঞাসা করা হবে এবং প্রশংসা করা উচিত।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments