Friday, March 24, 2023
বাড়িpolitics‘পাঠান’ ছবি বাংলাদেশে আসার বিষয়ে যা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

‘পাঠান’ ছবি বাংলাদেশে আসার বিষয়ে যা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

Ads

বর্তমানে বলিউডের পাঠান সিনেমার জয়জয়কার শুরু হয়েছে। মূলত দেখা যাচ্ছে শারুখ খানের এই সিনেমা নিয়ে প্রথম থেকেই বেশ আলোচনা উঠেছিল এবং দর্শকদের যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়েছে এমনটা বোঝাই যাচ্ছে। এদিকে ‘পাঠান’ সিনেমা বাংলাদেশে আসার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি মনে করি এটা ভালো। এটা আমাদের আরও ধনী করে তুলবে। একটি বিনিময় আছে ভাল.

বৃহস্পতিবার ‘পাঠান’ বাংলাদেশে আসার বিষয়ে আলোচনা চলছে এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, একসময় বাংলা ছবি দেখতাম, আমাদের দেশের ‘সূতরাং’ দেখেছি। আমি বেশিরভাগই উত্তম কুমার ও সুচিত্রার বই পড়তাম। আমি মনে করি তারা বাংলা সিনেমার সেরা অভিনেতা। তাদের মধ্যে কোন তুলনা নেই। ববিতা, শাবানা, রাজ্জাক, নাদিমের ছবি দেখা যেত মাঝে মাঝে। রহমান-শবনম জুটি ভালো ছিল।

অনলাইনে অপপ্রচার নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি রোজ মরি, আমি মরব। প্রতিদিন আমাকে অনলাইনে হত্যা করে। আমাদের জন্য কবর খোঁড়া হয়। আমি একটি অন্ত্যেষ্টিক্রিয়া আছে. অপপ্রচার কি, পৃথিবীতে এত নোংরা রাজনীতি আছে? এত খারাপ রাজনীতি।

উল্লেখ্য, বলিউডে সম্প্রতি মুক্তি পেয়েছে পাঠান সিনেমাটি। এই সিনেমা মুক্তির পরই আলোচনা তৈরী করেছে এদিকে বলিউডে মুক্তির পর পাঠান বাংলাদেশে মুক্তির ব্যাপারে কথা উঠেছিল তা নিয়ে অবশ্য রয়েছে মিশ্র প্রতিক্রিয়া

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments