অবিভক্ত ঢাকার সাবেক এবং বিএনপির এক সময়ের দাপুটে নেতা ছিলেন সাদেক হোসেন খোকা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি ছিলেন এবং অবিভক্ত ঢাকার শহর বিএনপির সভাপতি ছিলেন দীর্ঘদিন। জীবনের শেষের দিকে তিনি শারীরিক সমস্যায় ভুগে বিদেশে চিকিৎসা নিতে গিয়েছেন এবং সেখান থেকে আর ফেরা হয় নি তার। সাদেক হোসেন খোকাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক তাশরীক হাসান। নিচে সেটি তুলে ধরা হল-
৪ নভেম্বর ছিল বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুদিবস। ভদ্রলোক চেয়েছিলেন জীবনের শেষ কিছুদিন দেশে কাটাতে, তবে তার পাসপোর্ট ফেরত দেননি শেখ হাসিনা। লাশ হয়ে তবেই দেশে ঢুকতে পেরেছিলেন।
শেখ হাসিনা কেন দেননি, সেটা বোঝার জন্য এই হিসাবটাই যথেষ্ট। একটা ঘিনঘিনে প্রতিহিংসাপ্রবণ মহিলাকে হারিয়ে দেয়ার “পাপ” এইভাবেই প্রায়শ্চিত্ত করেছিলেন সাদেক হোসেন খোকা! 🙂