বেশকিছু দিন থেকে দেখা যাচ্ছে সরকারি আমলাদের অবসরে পাঠানোর খবর নিয়ে নানা আলোচনা চলছে তারই ধারাবাহিকতায় এবার দেখা গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেনকে সরকার চাকরি থেকে অবসর দিয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁর অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ বাতি অনুদানসহ এক বছরের অবসর-পরবর্তী ছুটি মঞ্জুর করা হয়েছে। তিনি ৩১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর, ২০২৩ পর্যন্ত এই ছুটি পাবেন।
এছাড়া আখতার হোসেন অবসরকালীন ও অবসর পরবর্তী ছুটিতেও নিয়মানুযায়ী সকল সুবিধা পাবেন।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব পদে যোগদান করেন মো. আখতার হোসেন। এই পদে যোগদানের আগে তিনি ২০২১ সালের ২ জুন থেকে চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। তবে এবার তাকে অবসরে যেতে হচ্ছে।