সারাবিশ্বের অবস্থা এবং সামগ্রিক দৃষ্টিতে বলা হচ্ছে বিশ্বে বড়ো ধরণের সংকট তৈরী হতে চলেছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের মানুষের প্রতি সতর্কবাণী দিয়েছেন। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক এবং বিশ্লেষক শামসুল আলম। নিচে তার স্ট্যাটাসটি তুলে ধরা হল-
সরকার একদিকে পাবলিককে সতর্ক করছে, দেশে দুর্ভিক্ষ আসছে, অন্যদিকে দুই বড় আমলাকে সুইমিং পুল সহ ৪৩ কোটি টাকা মূল্যের বাড়ি দিচ্ছে কোন যুক্তিতে? পরে এদের দেখাদেখি অন্য ডিপার্টমেন্টের হেডরাও একই কম্ম করবে! দেখা গেলো, জাতীয় বাজেটের ত্যাশ এরাই মেরে দিলো!
এরা কারা? কি উপকারে লাগেন এরা জাতির? জগতশেঠদের জন্য জনগনের টাকা দিয়ে কেনো এত লাক্জারির ব্যবস্থা করতে হবে?
এ যেন সেই হাফ সেঞ্চুরি আগের পুরান কথা মনে করিয়ে দিলো, মানুষজনকে বেলি ফুলের মালা দিয়ে বিয়ে করার উপদেশ দিয়ে নিজের সন্তানের সময় হীরা সোনার মুকুট!
আসলে দেশের মুক্তি তো হয়নি, সুবিধাবাজরা আরও ফুলে ফেঁপে বড় হয়েছে।