প্রবাসীদের বৈদেশিক রেমিট্যান্স পাঠানো কমে যাওয়া এবং রপ্তানি বাণিজ্য কমে যাওয়ার কারনে দেশে ডলার সংকট পড়েছে। এবং দেশের রিজার্ভের অর্থ কমছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক আব্দুল হয় সঞ্জু। নিচ সেটি তুলে ধরা হল –
প্রবাসীরা বিদেশ থেকে ফরেন কারেন্সি পাঠায় বাংলাদেশের একাউনটে। কিন্তু সরকার বিদেশি কারেন্সি মেরে দিয়ে একাউনটে টাকা জমা করে দেয়।
অথচ নিয়ম হওয়া উচিত ছিল, বিদেশি কারেন্সি অপরিবর্তিত হয়ে একাউনটে জমা হবে। প্রবাসীর আত্মীয়-স্বজন নিজের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশে কারেন্সি ভাঙ্গিয়ে টাকা নেবেন।
এই নিয়ম করা হলে দুটি লাভ হবে।
১) হুন্ডি কমবে।
২) প্রবাসীদের ক্ষমতায়ন হবে। প্রবাসীদের হাতে-পায়ে পড়ে সরকারকে বিদেশি কারেন্সি নিতে হবে এবং কারেন্সি দেয়ার বিনিময়ে প্রবাসীরা তাদের দাবি-দাওয়া আদায়ের একটা ক্ষমতা পাবেন।