বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা ৭৫ সালের ১৫ই আগস্ট না ফেরার দেশে পাঠানোর মামলার অন্যতম আসামি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছে কানাডার হাইকমিশনার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহ’মা’ন হ’ত্যা মামলার আসামি নূর চৌধুরীকে কানাডায় হস্তান্তরের বিকল্প পথ খুঁজতে দেশটির প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আইনমন্ত্রী আনিসুল হক এ অনুরোধ জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধু হ’ত্যা মামলার আসামি নূর চৌ’ধু’রীকে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। হাইকমিশনার আমাকে বলেছিলেন যে কানাডার আইনে মৃ’ত্যু’দ’ণ্ড’প্রা’প্ত ব্যক্তিকে হস্তান্তর করা সম্ভব নয়।
আমি তাদের বিকল্প পথ খোঁজার অনুরোধ করেছি। এবং তাকে বলেছেন একজন খু’নি’কে আশ্রয় দেওয়া মান’বা’ধি’কার লঙ্ঘন। এ সময় তারা এ বিষয়ে সরকারকে অবহিত করবেন বলে জানান
কানাডার আইনে মৃ’ত্য’দ’ণ্ড পাওয়া ব্যাক্তিদের হস্তান্তর এর নিয়ম নেই বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার। বঙ্গবন্ধু হ’ত্যা মামলার আসামি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে যখন এই বিষয় নিয়ে কথা ওঠে তখন আইনমন্ত্রীকে এই কথা জানিয়েছন লিলি নিকোলস