সম্প্রতি ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার আগমন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয়েছিল এবং সেই সাথে দেখা যায় অনেকে মার্কিন সংশোন এর বিষয়টি নিয়ে কথা হবে কিনা তা নিয়ে কৌতুল ছিলেন। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছন লেখক শামসুল আলম। নিচে সেটি তুলে ধরা হল –
কেবল তাজ্জব হলে চলবে? আবালরা এখনো বুঝতেই পারেনি ডোনাল্ড লু কি অঘটন ঘটিয়ে গেছে।
কেবল রাশিয়ান জাহাজ ফেরত পাঠায় নি, এটা হলো বাংলাদেশ বিষয়ে আমেরিকান পলিসি ভারতের প্রভাবমুক্ত হয়ে চলার বাস্তব প্রমান। যুক্তরাষ্ট্র আর ভারতের চোখ দিয়ে বাংলাদেশ দেখে না। ভারত নিষিদ্ধ জাহাজ নিয়ে আঞ্চলিক মোড়লিপনা দেখাতে গিয়ে ধরা খেয়েছে। ভারত শুধুই ভারত, এর বেশি কিছু না। অর্থাৎ অবৈধ সরকারের প্রাণভোমরাকে বধ করা হয়েছে।
আর দেশের মধ্যে খুন গুম নির্যাতনের যে মেশিনারিজ আছে, ওটাও ধংস করে দেয়া হবে। তারপর এরা পালানোর সুযোগও পাবে না