ওসি প্রদীপ(OC Pradeep)আবারো সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনিত হয়েছেন দেশের। আজ আলোচিত সেই সিনহা হত্যা(Sinha murder) মামলায় রায় ঘোষনার সময়ে তাকে দেখা যায় বেশ বিমর্ষ।
অবসরপ্রাপ্ত মেজর সিনহা(Major Sinha) মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণার জন্য আসামিদের আদালতে হাজির করা হয়েছে। এ সময় সাবেক ওসি প্রদীপের মুখে হাসি ছাড়া দেখা যায়। প্রদীপ ধূসর রঙের সোয়েটার ও নেভি ব্লু প্যান্ট পরে আদালতে আসেন।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ১টা ৫৭ মিনিটে আসামিদের কাঠগড়ায় তোলা হয়।
প্রাক্তন ওসি প্রদীপকে আদালতের এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাকি আসামিরা ওপারে স্বজনদের সঙ্গে কথা বলছেন।
জানা গেছে, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের ৩৬ বছরের ইতিহাসে এই প্রথম এত দ্রুত কোনো হত্যা মামলার রায় ঘোষণা করা হলো।
প্রসঙ্গত,গেল ২০২০ সালের ৩১ শে জুলাই রাতে ঘটে যায় দেশের সব থেকে মর্মান্তিক এই ঘটনাটি। আর এই থেকেই সারা দেশে ছড়িয়ে পড়ে এই ঘটনার রেশ।অবসরপ্রাপ্ত সেনা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন।