চট্টগ্রামে শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা। এবং এই জনসভা নিয়ে বেশ আলোচনা আগে থেকেই চলমান ছিল। তবে জনসভায় ঘটে গিয়েছে দুঃখজনক একটি ঘটনা। নগরীর পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে এসে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন আওয়ামী লীগের এক নেতা।
রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তির নাম জহিরুল ইসলাম বাচা (৪৭)।
জানা গেছে, আজ সকালে চট্টগ্রামের চন্দনাইশ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রাম পলো মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে আসেন জহিরুল ইসলাম। দুপুর ১২টার দিকে গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহিরুল ইসলামের লাশ চন্দনাইশে নিয়ে যান স্বজনরা।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিলো এবং চট্রগ্রামে বিপুল মানুষের সমাগম হবে তা নিয়ে আগে থেকেই কথা হচ্ছিলো। এর আগে যশোরে জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী সেখানেও জনসমুদ্রে পরিনিত হয়েছিল।