রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে ‘তৃণমূল বিএনপি নিয়ে। বিএনপ’র সাবেক নেতা ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে ‘তৃণমূল বিএনপি’ নামক রাজনৈতিক দলের নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম। নিচে সেটি তুলে ধরা হল –
শেখ হাসিনার আওয়ামী লীগ কি পতনের আগেই পতিত হচ্ছে? নইলে দিশাহারা হয়ে শেষ পর্যন্ত পচামাল নাজমুল হুদার স্মরণাপন্ন হলো ক্যান? বিএনপির ১০ তারিখের তোড়ে ভয় পেয়ে এখন ”তৃণমুল বিএনপি” লাইসেন্স দিয়ে ক্যাচাল বাধাতে চাইছে!! এইজন্য ব্যবহার করেছে আজ্ঞাবহ আপীল বিভাগের বিবেক বিক্রিহওয়া লোকদের! তার মানে পরিস্থিতি গুরুতর!
…….এরপর হাসব নাকি কাঁদব?
ঐরকম ১০টা ভুয়া পার্টি করেও কিছুই করতে পারবে না।
নেতাকর্মীরা যেভাবে জেগেছে, কেউ উল্টাসিধা করলে মাইর একটাও মাটিতে পড়বে না! নীচে পড়লে তুলে সেইটাও দেয়া হবে পিঠে!