এ বছর ৯ প্রতিষ্ঠানকে ইসলামী ব্যাংকের ৭ হাজার ২৪৬ কোটি টাকা ঋণ বিতরণের মাধ্যমে বড় আকারে ব্যাংকিং আইন লঙ্ঘন করেছে এমন অফিযোগ উঠেছে জনপ্রিয় এই ব্যাংকটির প্রতি এবং এই বিষয়টি নিয়ে দেশে সর্বত্র চলছে নানা আলোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক খোমিনী এহেসান। নিচে সেটি তুলে ধরা হল-
ইসলামী ব্যাংকের বড় সমস্যা হলো এটি ইসলামের ওপর প্রতিষ্ঠিত হয়নি, ইসলামের নামে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এটি রীতিমতো পুঁজিতান্ত্রিক লুটপাট ও মুনাফাখোরির প্রতিষ্ঠান ছিল, এর মধ্যে অন্যায় ছিল চাকরি দলীয়করণ, জাকাত ফান্ড ও সিএসআর দলীয়করণ এবং ব্যাংকটিতে জামায়াতের লোকেরা যে ফাঁকফোকর দিয়ে চেয়ারম্যানসহ নানা বড় কিছু হয়েছিল, সেই সব ফাঁককে সাগর করে দিয়ে শেখ হাসিনা ব্যাংকটি লুট করেছেন, একটা দুইটা ব্যাংক আসবে যাবে কিন্তু বাংলাদেশের জনগণের মূল কাজ হবে ইসলামকে ঠিকমতো বুঝতে ও মানতে পেরে হুকুমত কায়েমের লড়াই করলে, মনে রাখবেন গোজামিলগুলোর কারণে ৯০ ভাগ মুসলমানের কারণে ইসলাম কায়েম এত দূরহ