বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তাদের সাম্প্রতিক সময়ের সভা সমাবেশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরী হয়েছে তবে উঠেছে নানা অভিযোগ সরকার দলীয় লোক এবং প্রশাসনের বিরুধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম। নিচে সেটি দেওয়া হল –
কি হে ছরকার সাব! আপনারা নাকি বিদেশীদেরকে পাত্তাই দেন না?
তবে আবার ৭ তারিখের নারকীয় ঘটনা নিয়া সাফাই গাইছেন কেনো? তার মানে পেটে কামড় পড়েছে?
বিদেশীদের কাছে পাঠানো এই চিঠির মাধ্যমে বোঝা যায় যে, অবৈধ সরকার টের পেয়ে গেছে, তাদের সময় আর নাই্। আর নাই!
পররাষ্ট্র মন্ত্রণালয় হঠাৎ চোখে চশমা লাগিয়ে বাংলাদেশে বিএনপি নামক দল দেখতে পাচ্ছে? এতকাল তো ভুলেই গেছিল? দেশে বিদেশে বিএনপি সমর্থকদের জন্য তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ছিল দুষ্প্রাপ্য। কানাডায় এক কুলাঙার হাইকমিশনার তো সার্কুলারই জারী করেছিল!
কথা হইল, এখনে চিনিল কেমনে? সময় বদলেছে, তাই? চিনেছ যখন আরও ভালো করে চিনবে এবং স্যার এক্সিলেন্সি এসব এড্রেস করেও পিছন পিছন ঘুরবে। সেদিন বেশি দূরে নয়।
আল্লাহ ভরসা।