দুর্নীতি বাংলাদেশের একটি কালো ছায়া। দুর্নীতির এই ছায়া গ্রাস করে নিয়েছে সর্বত্র। ক্ষমতাসীন দলের অনেক নেতা মন্ত্রীরাও এই দুর্নীতির সাথে যুক্ত এবং তাদের কারণেই সরকারের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্থ হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সাবেক এক স্বাস্থ্যমন্ত্রীর দুর্নীতির বিষয় নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক আব্দুল হাই সঞ্জু। নিচে সেটি তুলে ধরা হল –
আওয়ামী লীগ সরকারের সাবেক এক স্বাস্থ্যমন্ত্রীর স্ত্রী সম্পর্কে ঢাকায়ই একটা গল্প প্রচলিত ছিল।
মন্ত্রীর ঘুষের সব টাকা মন্ত্রীর স্ত্রী নিতেন। সকালেই মন্ত্রীর বাসায় ঘুষ নিয়ে মানুষের লাইন লেগে যেত। ঘুষের টাকা হাতে নিয়ে মন্ত্রীর স্ত্রী কোমরে শাড়িতে পেঁচিয়ে নিতেন।
প্রতিবার একটা করে প্যাঁচ দিতে দিতে মন্ত্রীর স্ত্রীর শাড়ি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশী উপরে উঠে যেত। টাকার খুশিতে মন্ত্রীপত্নী সেসব খেয়াল করতেন না। ঘুষ নেয়া শেষ হয়ে গেলে ‘আপনারা চা খেয়ে যাবেন’ বলে মন্ত্রীর স্ত্রী ভেতরে চলে যাবার সময় ঘুষদাতারা চেয়ে থাকতেন।
বাংলাদেশের জনগণ এবং বিদেশিরাও এখন শাড়ি উঠে যাওয়ার মতো বিব্রতকর দৃশ্য দেখছে।
আফসোস!!!!