বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শারুখ খান। নব্বই দশক থেকে তিনি নিজেকে নিয়ে গিয়েছেন অন্য পর্যায়ে তার নাম শুধু দেশে নয় দেশের বাইরেও ব্যাপকভাবে আলোচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক রাশেদ খান। নিচে তার স্ট্যাটাসটি তুলে ধরা হল –
বারাক ওবামা ভারতে আইসা ভাষন দিতে গিয়া শাহরুখের নাম উচ্চারণ করে।
ডোনাল্ড ট্রাম্প ভারতে এসে কট্টর বিজিপি সমর্থক ঠাসা স্টেডিয়ামে বক্তব্য দিতে গিয়ে শাহরুখের সিনেমার নাম উচ্চারণ করে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে এসে দেখা করতে যায় শাহরুখের সাথে।
বিবিসি,স্কাই নিউজ ঘোষণা দিয়েছে, টম ক্রুজ,জনি ডেপকে পেছনে ফেলে ওয়াল্ড বিগেস্ট মুভি স্টারের নাম শাহরুখ।
ফোর্বস ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম ধনী অভিনেতা শাহরুখ।
ফোর্বসের আরেক তালিকা অনুযায়ী বিশ্বের ৫০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে শাহরুখ একজন।
১৫ বছর এবং ২৫ বছর বয়সে বাবা-মা হারিয়ে মানসিক প্রতিবন্ধী বড় বোনকে নিয়ে দিল্লি থেকে মুম্বাই আসে শাহরুখ নামের এক যুবক।
আজ সেই শাহরুখ খান ভারত এবং বলিউডের সব চাইতে বড় বিজ্ঞাপন।
বন্ধুরা ছোট বেলায় ঈদ কার্ডের দোকান থেকে নায়িকাদের পোস্টার কিনতো। আমি কিনতাম শাহরুখের…