বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক অপরাধী পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে থাকে তবে এবার এই ব্যাপারটি নিয়ে এবার নড়েচড়ে বসেছে অভিবাসন কর্তৃপক্ষ। জানা গেছে এখন থেকে শাহ জালাল বিমানবন্দরে আসছে নতুন প্রযুক্তি যেখানে, প্লেনে ওঠার আগেই শনাক্ত হবে অপরাধী।
কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী দেশে প্রবেশের চেষ্টা করলে অভিবাসন কর্তৃপক্ষ আগেই সে তথ্য পেয়ে যাবে। এ ছাড়া কোনো শীর্ষ অপরাধী ঢাকা ছাড়ার চেষ্টা করলে সে তথ্যও পাবে সংস্থাটি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি এ ধরনের প্রযুক্তি চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএবিএ)।
এ প্রযুক্তি বাস্তবায়িত হলে দেশের বিমানবন্দর দিয়ে অপরাধীদের আসা-যাওয়া প্রায় বন্ধ হয়ে যাবে। এই প্রযুক্তিটি অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) নামে পরিচিত।
বেবিচকের দাবি, এপিআইএস প্রযুক্তি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় ভূমিকা রাখবে।
বেবিচকের একজন কর্মকর্তা বলেন, আকাশসীমায় আন্তর্জাতিক সন্ত্রাস ও অপরাধ বাড়ছে। এতে সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থাগুলোর ওপর চাপ বাড়ছে। এ প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধের পাশাপাশি চোরাচালান বন্ধ করে সার্বিক রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
এদিকে বিভিন্ন দেশ থেকে আসা অপরাধী বাংলাদেশে প্রবেশ ঠেকাতে নতুন প্রযুক্তি প্রসঙ্গে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, এপিআইএস বাস্তবায়নে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। তারা একটি প্রযুক্তিগত প্রস্তাব জমা দিয়েছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত চুক্তি করা হবে। তারপর এপিআইএস বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।