বাংলাদেশে অনেকেই রয়েছেন যারা আর্জেন্টিনার ফুটবল দলকে সমর্থন দিয়ে থাকেন এবারের বিশ্বকাপেও তেমনটি লক্ষ্য করা গেল বাংলাদেশিদের আর্জেন্টিনা সমর্থনের ভিডিও দেখে খোদ আরজের্ন্টিনার নাগরিকরাই বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক মনোভাব এনেছে ইতিমধ্যে।
ফুটবল এমন একটি চ্যানেল যা দুই দেশের মানুষকে একত্রিত করে। কিন্তু ভৌগোলিকভাবে দুই দেশ অনেক দূরে। ফুটবল মাঠে আমাদের দুই দেশের মানুষ অনেক বেশি উত্তেজিত। আমরা ভালো সম্পর্কে বিশ্বাস করি। গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো একথা বলেন। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো সমঝোতা স্মারকে সই করেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ও আর্জেন্টিনা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ও আর্জেন্টিনার জনগণের কল্যাণে এবং সংশ্লিষ্ট অর্থনীতির পারস্পরিক স্বার্থের উন্নয়নে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে উভয় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ অন্যান্য দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিময় উন্নয়ন ও সম্প্রসারণের সুযোগ থাকবে।
চুক্তি স্বাক্ষরের পর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশ দক্ষিণ আমেরিকার বাণিজ্য জোট মেরকোসারের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব করেছে। দেশে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। সরকার এটি ব্যবহার করতে চায়।
তিনি বলেন, বাংলাদেশ আর্জেন্টিনায় পোশাক রপ্তানি করবে। দেশের জনসংখ্যা প্রায় ৪৫ মিলিয়ন। সরকার সেই বাজার ধরতে চায়। আর বাংলাদেশ আর্জেন্টিনা থেকে গম, চিনি, সূর্যমুখী, সয়াবিন তেল আমদানি করবে।
টিপু মুনশি বলেন, ফুটবলের প্রতি দুই দেশের অপার আগ্রহ রয়েছে। এই আগ্রহই যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশ বাণিজ্যের ক্ষেত্রে অনেক চুক্তি করেছে, যা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
বাণিজ্যমন্ত্রীর জন্য জার্সি-তেল-আচার এনেছেন আর্জেন্টিনার মন্ত্রী : ঢাকা সফরে আসা আর্জেন্টিনার বাণিজ্যমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে জার্সি, অলিভ অয়েল ও আচার উপহার দিয়েছেন। এর আগে বাণিজ্যমন্ত্রী আর্জেন্টিনার মন্ত্রীকে বাংলাদেশে তৈরি তৈলচিত্র, চামড়ার ব্যাগ ও পাটজাত পণ্য উপহার দেন। গতকাল সচিবালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ উপহার বিনিময় হয়।
অন অ্যারাইভাল ভিসা সময়ের ব্যাপার : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশিদের জন্য আর্জেন্টিনার অন অ্যারাইভাল ভিসা পাওয়া সময়ের ব্যাপার। অনেক দেশই আর্জেন্টিনায় অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পায়, বাংলাদেশও সেই সুবিধা পাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, একবার শুরু হবে।
টিপু মুনশি জানান, আর্জেন্টিনার সঙ্গে চুক্তি হয়েছে। এখানে (ঢাকায়) দূতাবাস খোলা হয়েছে। আনুষ্ঠানিকভাবে যারা আর্জেন্টিনায় যাবে তাদের ভিসা লাগবে না বলে ঘোষণা দিয়েছে তারা। তবে অন অ্যারাইভাল ভিসা সময়ের ব্যাপার।
তিনি বলেন, তাদের দেশের ব্যবসায়ীরা আসছেন, আমাদের দেশের ব্যবসায়ীরাও যাচ্ছেন। সময় হলে সেটাও (অন অ্যারাইভাল ভিসা) হয়ে যাবে। তারা জানে আর্জেন্টিনা আমাদের হৃদয়ে আছে। সারা বিশ্বে আর্জেন্টিনার পরেই বাংলাদেশ আর্জেন্টিনা।
উল্লেখ্য, এবারের কাতার বিশ্বকাপ এর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বাংলাদেশে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে বিশেষ করে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনার ভক্ত অনুরাগীদের মধ্যে কোন কমতি ছিল না উন্মাদনার।