এবার পরচুলা চুরি করার দায়ে গ্রেফতার হয়েছেন সুমি নামের এক নারী কর্মী তিনি মূলত নীলফামারী উত্তরা ইপিজেডের এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি বাংলাদেশ লিমিটেড থেকে উইগ চুরি করে কালোবাজারে বিক্রি করেছেন এমন অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা মূল্যের একটি পরচুলা উদ্ধার করে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে সুমিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সুমি চৌধুরী দিনাজপুর জেলার খানসামা উপজেলার বিষ্ণুগঞ্জ গ্রামের মৃত মোহাম্মদ আব্দুল আজিজ (ডাক্তার) এর মেয়ে।
জানা যায়, সোমবার দুপুরে কিছু পরচুলা চুরি করে কোম্পানি থেকে বের হওয়ার সময় কোম্পানির নিরাপত্তারক্ষীর হাতে ধরা পড়েন সুমি। পরে কর্তৃপক্ষ তাকে আটক করে নীলফামারী থানায় সোপর্দ করে।
এদিকে সুমি চৌধুরীকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে ভয়ঙ্কর সব তথ্য।
উল্লেখ্য, ৫ লাখ টাকা মূল্যের পরচুলা চুরি করে অবশেষ এ শেষ রক্ষা হয়নি সেই নারী কর্মকর্তার। চুরি করে পালানোর সময় নিরাপত্তারক্ষীর হাতে ধরা পড়েন সেই সুমি