সারাদেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা প্রথম দিনেই পরীক্ষায় অংশ নিয়েছে লাখো শিক্ষার্থী তবে পরীক্ষা শুরুর আগেই রাজধানীতে একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল এবং নেটিজনদের মন কেড়েছিল এই ঘটনাটি সেটি হচ্ছে এক পরীক্ষার্থীর কেন্দ্র ভুল করার পর যথাসময়ে তাকে পুলিশের গাড়িতে করে তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ঘটনাটি বেশ আলোচনা সৃষ্টি করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনাটির ইতিবাচক নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন তারই ধারাবাহিকতায় সাবেক বিমান কর্মকর্তা মোঃ ওয়াহিদুর নবী স্বপন একটি স্ট্যাটাস দিয়েছেন, পাঠকদের জন্য নিচে তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো
পুলিশের একটা মানবিক ভিডিও দেখলাম –
এক ছাত্রী ভুল করে অন্য এক্সাম সেন্টারে চলে যায় – পুলিশের উত্তরা থানার এক অফিসার (?) মেয়েটিকে মা বোন কত কিছু বলে শান্তনা দিয়ে গাড়ি করে ছাত্রীটিকে তার আসল পরীক্ষা সেন্টারে পৌঁছে দেয়।
ওয়ার্লেস সেটে বার বার খবর নেন।
পরম মমতা দেখানোর ভিডিও টা দেখে যা বুঝলাম – এই হা*লায় একদিন বেংগির হইবে –
কত বড় ভেল্কি বাজি এই ভিডিওতে তা আর বোঝার বাকি নাই।
পুলিশের সেই অফিসারের আছে বিস্তর ব্যাক গ্রাউন্ড ইস্যু – বিরোধী মত দমন হামলা মামলা, অর্থ পাচার আরো কত কি ।
ভি ডিও টা একদম প্ল্যান্ড তাতে কোন সন্দেহ নাই –
বার বার উত্তরা থানার লোগো কথোপকথন ক্লোজ শর্ট সব।
পুলিশের এই সদস্য সম্ভবতঃ আওয়ামী এজেন্ডা আর পুলিশের প্রতি যেন বিরোধী মত আগামীতে একটু মহানুভবতা দেখায় সেইটারই ব্যার্থ চেষ্টা ছাড়া আর কিছু না।
পাব্লিক কিন্তু এখন পুলিশ কে আর বিশ্বাস করে না -যত চেষ্টাই করো না কেন, চান্স পাইলেই শ্রীলঙ্কা ইফপেক্ট আসবে – ইনশাহ আল্লাহ।