Thursday, March 23, 2023
বাড়িEntertainmentদুঃখের সংলাপ দিতে দিতেই প্রাণ গেল জনপ্রিয় অভিনেতার

দুঃখের সংলাপ দিতে দিতেই প্রাণ গেল জনপ্রিয় অভিনেতার

Ads

এবার মঞ্চেই না ফেরার দেশে চলে গিয়েছে এক যাত্রাপালার অভিনেতা। জানা গেছে দুঃখের সংলাপ বলতে বলতেই তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দে । ওই অভিনেতার নাম হাসেম আলী সরকার (৪৫) । রোববার (১২ মার্চ) রাতে উপজেলার জামোইল ইউনিয়নের নন্দীনামধু গ্রামে এ ঘটনা ঘটে। হাসেম আলী সরকার উপজেলার নন্দীনামধু দিয়াড়পাড়া গ্রামের মৃত নিজাব আলী সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সুরুজ জামান জানান, নন্দীনামধু এলাকায় মাঝে মাঝে স্থানীয় লোকজন বিনামূল্যে বিনোদনের জন্য যাত্রাপালার আয়োজন করে। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে ‘আলম মালার প্রেম’ নামে মিছিল বের হয়। সেখানে নায়কের ভাইয়ের ভূমিকায় ছিলেন হাসেম। পারফরম্যান্সের একপর্যায়ে হাসেম মঞ্চে পড়ে যান।

তিনি বলেন, দর্শকরা ভেবেছিলেন এটা হয়তো অভিনয়ের অংশ। কিন্তু দীর্ঘক্ষণ পরেও হাসেম না উঠলে যাত্রাপালার আয়োজক কমিটির একজন তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন। পরে দেখা যায় সে অচেতন। এ সময় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসেম সরকারের চাচাতো ভাই ইউনিয়ন পরিষদের বর্তমান সাধারণ সদস্য হান্নান সরকার জানান, হাসেম দীর্ঘদিন ধরে গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতির যাত্রাপালায় কাজ করে আসছিলেন। তার অভিনয় দেখে এলাকার অনেকেই মুগ্ধ। গতরাতে কৃষকের চরিত্রে হতাশা ও দুঃখের একটি দৃশ্য করতে গিয়ে মঞ্চে ভেঙে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে মঞ্চেই না ফেরার দেশে চলে যাওয়া সেই অভিনেতা হাসেম আলীর ব্যাপারে কথা বলতে গেলে কামারখন্দ থানার ওসি নূরনবী প্রধান বলেন, যাত্রাপালার বিষয়ে আমি জানি না। কেউ মারা গেছে কিনা তাও জানি না

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments