Thursday, March 23, 2023
বাড়িEntertainmentঅন্য মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা , দেখে কেঁদে ফেললেন...

অন্য মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা , দেখে কেঁদে ফেললেন হবু স্ত্রী

Ads

কোলকাতার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা এবং জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা। দুজনেই এই জগতের মানুষ হওয়ার সুবাদে একে অন্যের প্রেমে পড়েছিলেন এবং সর্বশেষ তারা বিয়ের সিদ্ধান্ত নেন কিন্তু অনাকাঙ্খিত ভাবে এখনো তাদের বিয়ে আটকে রয়েছে। তবে তাদের বিয়ে নিয়ে রয়েছেন নানা গুঞ্জন।

টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিনেতা জি-বাংলা ডান্স বাংলা ডান্সের এক মহিলা প্রতিযোগীর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। আর সেটাকে হাতেনাতে ধরে ফেললেন অভিনেত্রী ও প্রতিযোগিতার অন্যতম বিচারক।

সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পৌঁছেছে অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলা সেনের কাছেও।

ভিডিওতে, প্রিয়াঙ্কা নামের একজন প্রতিযোগী অঙ্কুশকে প্রস্তাব দিয়েছেন—তুমি ১০টা পুশআপ করো, আমি তোমার ওপর বসব। এমন প্রস্তাব শুনে অঙ্কুশ বললেন, পরেরটির জন্য রাজি।

ভিডিও কলে ঐন্দ্রিলাকে অঙ্কুশের ঘটনা দেখিয়ে শুভশ্রী বলেন, আমি ঐন্দ্রিলাকে পুরো শো করতে দেখেছি! ফোনের ওপাশ থেকে কাঁদতে থাকে ঐন্দ্রিলা। ধরা পড়ার ভয়ে ছিলেন অঙ্কুশ।

এদিকে, অন্য একটি ভিডিওতে, শুভশ্রীকে প্রতিযোগী প্রিয়াঙ্কাকে অঙ্কুশের সাথে ফিটনেস ওয়ার্কআউট বা স্টান্ট করতে বলতে শোনা যায়। আর তাতেই বেশ হতবাক অঙ্কুশ।

কিছুদিন আগে ঐন্দ্রিলা শুভশ্রীকে বলেছিলেন যে অঙ্কুশের অত্যাচার তিনি সহ্য করতে পারছেন না। আর সেই কারণেই ঐন্দ্রিলার জন্য অঙ্কুশের বিরুদ্ধে প্রতিশোধ নিলেন শুভশ্রী। আসলে, মজার ছদ্মবেশে সবকিছু ঘটে।

উল্লেখ্য, কলকাতার টলিপাড়ায় অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেমের গল্প এখন সবাই জানেন।গণ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে নানা মুখরোচক খবর প্রতি নিয়ত প্রকাশ হয়ে থাকে। সেই সাথে তারা প্রায় প্রতিদিন একে অপরের সাথে মজার ভিডিও শেয়ার করে।

 

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments