শরীর চর্চা করতে গিয়ে অনেকেই নানাভাবে ক্ষতির মুখে পরে বা দুর্ঘটনার শিকার হন এবার এমনটি ঘটেছে ভারতের অভিনেত্রী অরুণিমা ঘোষের সাথে। ফিটনেস সচেতন অভিনেত্রী অরুণিমা ঘোষ নিয়মিত ব্যায়াম করেন। কিন্তু এবার অনুশীলন করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন অরুণিমা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আঙুলে ১২টি সেলাই পড়েছে।
জানা গেছে, অরুণিমা তার ফ্ল্যাটের বারান্দায় যথারীতি ব্যায়াম করছিলেন। হাতের ডাম্বেল নিয়ে হঠাৎ পা পিছলে পড়ে সোজা কাঁচের ওপরে। সঙ্গে সঙ্গে কাচটা ভেঙে টুকরো টুকরো হয়ে ঢুকে যায় অরুণিমার বাঁ হাতে।
জানা যায়, বাঁ হাতের অনামিকা কাঁচের আঘাতে জখম হয়েছে। ঝুলন্ত আঙুল নিয়ে হাসপাতালে ছুটে যান অভিনেত্রী। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অরুণিমার ওই আঙুলে ১২টি সেলাই পড়ে। সাধারণ সেলাই নয়, অপারেশন টেবিলে সার্জারি করা হচ্ছে।
আঙুল চলে গেলেও মুখে কিছু হয়নি ভেবে কিছুটা স্বস্তি পাচ্ছে অরুণিমা। এক প্রেসে তিনি বলেন, ‘আঙুলটি অর্ধেক ঝুলে ছিল। রক্ত বন্ধ হচ্ছিল না।
তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন, সাধারণ সেলাই নয়, অস্ত্রোপচার করা দরকার। আমি এটা করেছি। এটা বলা নিরাপদ যে আমার চোখে কিছুই ঘটেনি। অভিনেত্রী আরও জানিয়েছেন যে তিনি মোজা পরে ব্যায়াম করছেন। তাই সরে যান। জীবনে আর এই ভুল করবেন না বলেও জানান অরুণিমা।
আর কিছুদিনের মধ্যেই থাইল্যান্ডে ছুটি কাটাতে যাচ্ছেন অরুণিমা। তিনি তার হাসপাতালের বিছানায় বসে দ্বীপরাষ্ট্রে সময় কাটানোর পরিকল্পনা করছেন। অনেক আগেই টিকিট বুকিং করে বন্ধুদের পরিকল্পনা নষ্ট করতে চান না অভিনেত্রী। তিনি নিশ্চিত যে সবাই তার যত্ন নেবে।
উল্লেখ্য, বলকাতার বাংলা সিনেমার অন্যতম আলোচিত অভিনেত্রী অরুনিমা। বেশকিছু সিনেমায় দেখা গিয়েছে তাকে এবং তার অভিনয় সকলকে মুগ্ধ করেছে। আগামী ছবি ‘কীর্তন’-এ দেখা যাবে অরুণিমাকে। অভিমন্যু মুখোপাধ্যায়ের এই ছবিতে অরুণিমার সঙ্গে থাকবেন গৌরব চ্যাটার্জি এবং পরান ব্যানার্জি। অরিন্দম শীলের ‘ইস্কাভানার বিবি’ও রয়েছে তাঁর হাতে।