Friday, March 24, 2023
বাড়িEntertainmentআঁটোসাঁটো পোশাকে জিমে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী, ছবি সারা ফেলল অনলাইনে(ছবি সহ)

আঁটোসাঁটো পোশাকে জিমে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী, ছবি সারা ফেলল অনলাইনে(ছবি সহ)

Ads

কলকাতার বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যাপক আলোচিত, কখনও কখনও এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেদনময়ী চেহারায় ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেন। সম্প্রতি আবারও ছবি পোস্ট করে ভাইরাল হয়েছেন তিনি।

সোমবার (৩০ জানুয়ারী) এই সুস্বাদু অভিনেত্রী তার সোশ্যাল হ্যান্ডেলে জিমের কয়েকটি ছবি পোস্ট করেছেন। স্বাস্থ্য সচেতন এই অভিনেত্রী প্রায়ই জিমে যান। সেসব ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, আসুন মজা শুরু করি।

ওই ছবিগুলো থেকে দেখা যায়, তার পরনে গভীর নীল রঙের ট্রাউজার এবং একই রঙের টি-শার্ট। জিমে যোগ ম্যাটে শুয়ে ব্যায়াম করছেন অভিনেত্রী।

আর এরই মধ্যে সেই পোস্টের নিচে একত্রিশ হাজার প্রতিক্রিয়া পড়েছেন নেটিজেনরা। সেই সঙ্গে ১৬৬টি শেয়ার ও কমেন্টে ঝড় তুলেছেন অভিনেত্রীর ভক্তরা। একজন লিখেছেন, লাভলি ক্লিক, সব সময় হাসতে থাকুন। আরেক নেটিজেন লিখেছেন, সুন্দর। আরেকজন মন্তব্য করেছেন, গর্জিয়াস।

ফিট থাকার জন্য অভিনেত্রীরা নিয়মিত ব্যায়াম করেন। শ্রাবন্তীও তার ব্যতিক্রম নয়। নিজের সৌন্দর্য ধরে রাখতে বরাবরই খুব সচেতন এই অভিনেত্রী।

উল্লেখ্য, টলিউডের মিষ্টি সাহারার অভিনেত্রী শ্রাবন্তী। ক্যারিয়ারে বেশ কিছু সিনেমা করেছেন তিনি এবং তার নজরকাড়া গ্লামার্স আর অভিনয় দক্ষতা দিয়ে তিনি হাজারো ভক্তর মন কেড়েছেন তবে ব্যাক্তিগত জীবন নিয়ে এই অভিনেত্রী বরাবরই সমালোচিত।

 

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments