পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং তার জায়গায় সেনাপ্রধান হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন জেনারেল আসিম মুনির। মঙ্গলবার পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছ থেকে দায়িত্ব নিয়েছেন।
স্থানীয় সময় সকাল ১০টায় রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল বাজওয়া আনুষ্ঠানিকভাবে নতুন সেনাপ্রধান মুনিরের হাতে ক্ষমতার ব্যাটন হস্তান্তর করেন। এতে সেনাপ্রধান হিসেবে তার ৬ বছরের মেয়াদ শেষ হয়।
গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জেনারেল মুনিরকে জেনারেল বাজওয়ার উত্তরসূরি হিসেবে বেছে নেন। ঘোষণাটি কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে।
জেনারেল মুনির পাকিস্তান সেনাবাহিনীর ১৭তম প্রধানঃ হিসেবে দায়িত্ব নেন।
এ অনুষ্ঠানের আগে সাবেক ও বর্তমান সেনাপ্রধানরা সেনা সদরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সূরা ফাতিহা পাঠ করেন।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে জেনারেল অসীম মুনীরকে সেনাপ্রধান হিসেবে নির্বাচিত করেন। এবং পাকিস্তান সেনাবাহিনীর ১৭তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল মুনির ।