Thursday, March 23, 2023
বাড়িInternationalবিরল প্রজাতির বিপদজনক প্রাণীর খোঁজ পেল পুলিশ, যা মানুষের শরীরে দ্রুততার সঙ্গে...

বিরল প্রজাতির বিপদজনক প্রাণীর খোঁজ পেল পুলিশ, যা মানুষের শরীরে দ্রুততার সঙ্গে ছড়ায় ভয়ংকর ভাইরাস

Ads

অবৈধ প্রাণী বেচা কেনার বাজার রয়েছে বিভিন্ন দেশে এবং এই সকল বাজার থেকেই এগুলো হাতবদল হয়। এবার এমনি একটি অবৈধ বাজার যেটি কিনা জেরুজালেমে অবস্থিত সেখানে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ১০ ,০০০ শেকেল (১ শেকেল সমান ১৬ .৩ গ্রাম) বিরল এবং বিষাক্ত প্রাণী খুঁজে পেয়েছে। এ সময় এই কালোবাজারে আরও মারাত্মক ভাইরাস বহনকারী বিরল প্রজাতির বেশ কিছু প্রাণী জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মূলত এসব প্রাণী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পাচার হয়ে আসছে বলে জানিয়েছে নেচার অ্যান্ড পার্ক কর্তৃপক্ষ। ক্লিভল্যান্ড নিউজ/ জেরুজালেম পোস্ট./ ফ্লিপবোর্ড ডট কম

কর্তৃপক্ষ বলছে, উদ্ধারকৃত প্রজাতিগুলো এতটাই বিপজ্জনক যে এগুলো মানুষ ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এমনকি এই প্রাণীগুলি মানুষের শরীরে ভয়ানক ভাইরাস ছড়িয়ে দেয় যাতে মৃত্যু অনিবার্য, কর্তৃপক্ষ বলেছে। বিক্রেতারা বেশ কিছু পশু বিক্রির প্রস্তুতি নিচ্ছিল এমন সময় পুলিশ তাদের দেখতে পায়।

প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষের ইয়ানিভ শালোম বলেছেন, ইসরায়েল পুলিশ এবং সীমান্ত পুলিশকে ধন্যবাদ। কারণ তাদের সহায়তায় আমরা বিভিন্ন প্রজাতির এই বিপুল সংখ্যক প্রাণীকে উদ্ধার করেছি। আমরা তাদের একটি ভঙ্গুর পরিবেশে খুঁজে পাই। পরে তাদের উদ্ধার করে পুনর্বাসনের জন্য পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে এই কালোবাজারির সঙ্গে কারা জড়িত তাদের বিষয়ে তদন্ত চলছে বলে জানান শালোম।

নানা রকম নানা প্রজাতির প্রাণী রয়েছে বিশ্বে তবে অনেক প্রাণী আছে যেগুলো সময়ের পরিক্রমায় বিলুপ্ত হতে যাচ্ছে মূলত এই সকল প্রাণী আবার সংগ্রহ করে তা নিয়ে ব্যবসা করছে কিছু অসাধু মানুষ।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments