Thursday, March 23, 2023
বাড়িSportsচাচাত ভাইকে খুনের কারণ জানালেন ক্রিকেটার মুমিনুল

চাচাত ভাইকে খুনের কারণ জানালেন ক্রিকেটার মুমিনুল

Ads

না ফেরার দেশে পাঠানো হয়েছে ক্রিকেটার মুমিনুলের চাচাতো ভাইকে। এই ঘটনা নিয়ে এখন সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় বইতে শুরু করে দিয়েছে। জানা গেছে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের চাচাতো ভাই আব্দুল খালেককে না ফেরার দেশে পাঠানো হয়েছে । কেন তাকে এমন ঘটনার শিকার হতে হলো, তা ব্যাখ্যা করলেন মুমিনুল। খালেক দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় জীবিকা নির্বাহের কাজ করে আসছিল।

গণমাধ্যমে ভাইয়ের মৃত্যু প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘সে আমার চাচাতো ভাই। আসল কারণ… আমার বাবার কাছে যতদূর শুনেছি, তিনি ওই জায়গায় সাত-আট বছর থাকতেন। শহর থেকে অনেক দূরে থাকতেন। তার সঙ্গে দুই-তিনজন রোহিঙ্গা ছিল। ওই রোহিঙ্গারা মনে হয় অসৎ কিছু করেছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের অসাধু কাজের কথা আমার চাচাতো ভাইকে নিয়ে যাওয়া ব্যক্তিকে জানায়। জানানোর কারণে রোহিঙ্গাদের সঙ্গে তার শত্রুতা রয়েছে। পরদিন ঘুমন্ত অবস্থায় রোহিঙ্গারা তাকে না ফেরার দেশে পাঠায়

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কেদাহ প্রদেশের জিট্রা জেলার মুকিম তানজংয়ের তাম্বক রোডের পাশে একটি পুকুরে জাতীয় দলের ক্রিকেটার মুমিনুলের চাচাতো ভাই খালেকের লাশ পাওয়া যায়। তিনি স্থানীয় একটি নির্মাণ প্রতিষ্ঠানে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

 

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments