Thursday, March 23, 2023
বাড়িopinionউদ্ধারকারী জাহাজ হামজা এবং রুস্তম যেভাবে ডুবে যাওয়া লঞ্চ টেনে তুলে সেভাবেই...

উদ্ধারকারী জাহাজ হামজা এবং রুস্তম যেভাবে ডুবে যাওয়া লঞ্চ টেনে তুলে সেভাবেই অপু বিশ্বাসকে কোলে তুলে নিলেন: রাশেদ

Ads

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবং নায়ক নিরবের বিষয়ে একটি খবর সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মূলত স্টেজ পারফর্ম করতে গিয়ে নায়ক তাকে কোলে নিতে গিয়ে পরে যান যার ভিডিও ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক রাশেদ খান। নিচে সেটি তুলে ধরা হল-

আমাদের দেশের মানুষের কাজই হচ্ছে যেকোনো কিছু থেকে নেগেটিভিটি খুঁজে বের করা।
নিরব এবং অপু বিশ্বাসের স্টেজ পারফর্ম এর সেই ভিডিও কি আপনি সম্পুর্ন অংশ দেখেছেন?
আমরা কেবল দেখেছি নিরব স্টেজ পারফর্ম এর মাঝামাঝি অপু বিশ্বাসকে কোলে নিতে চেষ্টা করে ধপাস করে স্টেজের উপর অপু সহ পরে গেলেন।

কিন্ত পিকচার তখনও বাকি ছিলো। এই বাকি অংশ ছিলো প্রকৃত শিক্ষার,অনুপ্রেরণার, সফলতার!
নিরব পরে গিয়ে উঠে দাঁড়ালেন। লম্বা একটা শ্বাস নিলেন।
তারপর উদ্ধারকারী জাহাজ হামজা এবং রুস্তম যেভাবে যত্ন করে ডুবে যাওয়া লঞ্চ টেনে তুলে সেভাবেই অপু বিশ্বাসকে কোলে তুলে নিলেন।

এখানেই শেষ না, অপু বিশ্বাসকে কোলে নিয়ে নিরব রাউন্ড রাউন্ড ঘুরলেন!!
এ কারনেই বড় মানুষরা বলেন, হাল ছেড়ো না বন্ধু।
একবার না পারলে বারবার চেষ্টা করো।।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments