Thursday, March 23, 2023
বাড়িEntertainmentবাংলা সিনেমার অভিনেত্রী অরুণা বিশ্বাসের ছেলে ‘শুদ্ধ’ এখন কানাডার মস্ত অফিসার

বাংলা সিনেমার অভিনেত্রী অরুণা বিশ্বাসের ছেলে ‘শুদ্ধ’ এখন কানাডার মস্ত অফিসার

Ads

একসময়ের বাংলা সিনেমার দুর্দান্ত অভিনেত্রী ছিলেন অরুণা বিশ্বাস। তার অভিনয় নৈপুণ্য এতটাই মনোমুগদ্ধকর ছিল যে দর্শক তাকে আজো মনে রেখেছে তবে এই অভিনেত্রী বর্তমানে সিনেমায় নেই তিনি তার পরিবার নিয়েই ব্যাস্ত থাকেন।

অরুণা বিশ্বাসের একমাত্র ছেলের নাম ‘শুদ্ধ’। তার ছেলে যখন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বিদেশে চাকরি করে, তখন মায়ের আনন্দ যেন শেষ হতে চায় না। এটি দেশের জন্যও সম্মান বয়ে আনে। সম্প্রতি নতুন ছবির কাজ শেষ করে কয়েকদিনের জন্য কানাডায় উড়ে গেছেন অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাস তার প্রথম ছবি ‘আসম্ভব’ শেষ করেছেন।

অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেন, ছেলেটি এখন কানাডায় ভালো অফিসার। মাকে ট্রিট দিবে। তাই আসা. ছবিটা শেষ করলাম। ঈদে বা ঈদের পরে ছবিটি মুক্তি দিতে চাই।

সাম্প্রতিক কিছু প্রসঙ্গে এই খ্যাতিমান শিল্পী বলেছিলেন, “আপনি যখন দেশের বাইরে আসেন, তখন অনেকেই জিজ্ঞাসা করেন আপনি দেশকে মিস করবেন না।” আমাকে হাসায় কারণ আমাদের অনেক সহকর্মী বছরের পর বছর ধরে বিদেশে বসবাস করছেন।

শিল্প সংস্কৃতির বাইরে। জীবনে এক মুহূর্তের জন্যও নিজেকে অভিনয় জগতের বাইরে ভাবতে পারিনি! বাইরে যাওয়াকে আমি ভুল বলি না।

এটা সবার জীবন। কিন্তু এই তো বিদেশে গিয়ে সেখানে থিতু হওয়া শিল্পচর্চার বাইরে আলাদা জগৎ তৈরি করা। আমি এটা ভাবতে পারি না। অরুণা বিশ্বাস জানান, ছেলে ও পরিবারের সঙ্গে কানাডার তুষারময় রাজ্যে কিছু সময় কাটিয়ে দেশে ফিরেই ছবির প্রচারণা শুরু করবেন।

তিনি আরও বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। প্রায় তিন শতাধিক নাটক নির্মাণ করেছি। আজ আমার হাত ধরে অনেক তারকা। আমি আর কী করতে পারেন? তবে ওটিটি প্ল্যাটফর্মে কিছু ভালো কাজ করা হচ্ছে। সেখানে নিজেকে আরও ব্যস্ত রাখতে চাই।

উল্লেখ্য, বাংলা সিনেমার অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা এক সময়ে বাংলা সিনেমার অঙ্গনকে জনপ্রিয় করে তুলেছিলেন তারা এখন অনেকেই দেশের বাইরে থাকেন তবে অনেকেই আছেন দেশে কিন্তু পরিবার বিদেশে।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments