যশোরে আওয়ামীলীগের সমাবেশ আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কারনে দেখা গিয়েছে সেখানে স্টেডিয়াম ভেঙে কলেজ এর মাঠের সাথে এক করে দেয়া হয়েছে এবং জানা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলে আবার পূনরায় সংস্কার করা হবে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক ওয়াহিদুজ্জামান। নিচে সেটি তুলে ধরা হল
আগামী ২৪ নভেম্বর শেখ হাসিনা যশোরে একটি সমাবেশ করবে। সেই উপলক্ষে কয়েক কোটি টাকা খরচ করে নির্মিত স্টেডিয়াম ভেঙে রাজ্জাক কলেজ এবং স্টেডিয়ামের মাঠ এক করা হয়েছে!
আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ বলেছেন- হাসিনা চলে গেলে আবার পূনরায় সংস্কার করা হবে। সাধারণ মানুষ বলছে- কয়েক কোটি টাকা খরচ করে গ্যালারি ভাঙ্গার ও আবার তা নির্মাণের কোন প্রয়োজনই ছিল না। মাঠের ভিতরে কোন গণমাধ্যম কর্মী বা সাধারণ মানুষ বর্তমানে প্রবেশ করতে পারছেন না। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদেরকে বলা হয়েছে- স্টেডিয়াম ভেঙে মাঠ বড় করা হয়েছে এ বিষয়ে কেউ কোনো প্রতিবেদন করতে পারবেন না।