সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় দেখা যায় তারকাদের নিয়ে নানা চর্চা হয়ে থাকে অনেক অভিনেত্রী দেখা যায় সাইবার বুলিং এর শিকার হয়ে থাকে। আবার দেখা যায় অনেকে নিজের ছবি আপলোড দিয়েও নানা বিতর্কের মুখে পরে যান। বিশেষ করে ভোজপুরি অভিনেত্রীদের এমন ছবি আপলোড করা নিত্যদিনের ঘটনা। এই তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা পণ্ডিতও।
গত বছর, অভিনেত্রীর একান্ত মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এরপরই সমালোচনার মুখে পড়েন প্রিয়াঙ্কা। মাঝে মাঝে তাকে এ নিয়ে কড়া কথাও শুনতে হয়েছে।
শুধু প্রিয়াঙ্কা নয়, অতীতে অনেক ভোজপুরি অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে। অনেকেই নীরবে এসব বিষয় এড়িয়ে যান। তবে চুপ থাকেননি প্রিয়াঙ্কা।
বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা পণ্ডিত তার এমএমএস ফাঁস হওয়ার খবরে ক্ষিপ্ত হয়েছিলেন। যা লেখা হয়েছে তাতে কোনো সত্যতা নেই বলে দাবি করেন নায়িকা।
অভিনেত্রী বলেছিলেন যে কেউ তাকে মানহানি করার জন্য ভিডিওতে তার নাম যুক্ত করেছে।
সোশ্যাল মিডিয়ায় নায়িকা আরও বলেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। যাতে আমার ক্যারিয়ার নষ্ট হয়। সে কারণেই এই ঘটনাটি সুচারুভাবে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই আইনি ব্যবস্থা নিয়েছেন প্রিয়াঙ্কা। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, অভিনেত্রী প্রিয়াঙ্কা পণ্ডিত বহু ভোজপুরি ছবিতে কাজ করেছেন। তার অভিনয় এর নৈপুণ্যতা দেখে দর্শক তাকে বেশ পছন্দ করে এবং তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। সেই সুবাদে ভোজপুরির বড় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি ।