Monday, January 30, 2023
বাড়িopinionসরকারের প্রতি মার্কিন রাষ্ট্রদুতদের সতর্কবাণী, এবার পুলিশের উপরও স্যাংশান আসার সম্ভাবনা: মুনির

সরকারের প্রতি মার্কিন রাষ্ট্রদুতদের সতর্কবাণী, এবার পুলিশের উপরও স্যাংশান আসার সম্ভাবনা: মুনির

Ads

মানবধিকার লঙ্ঘন নিয়ে জাতিসং বাংলাদেশকে সতর্ক করে আসছে। এর আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দেখিয়ে বাংলাদেশের এলিট বাহিনী রেপিড একশান ব্যাটেলিয়নের কয়কেজন সদস্যকে নিষেধাজ্ঞা দিয়েছিল তবে আন্তজাতিক গণমাধমে বাংলাদেশের এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন ডেইলি স্টারের সাবেক সাংবাদিক আহমদ মুনির শান্তি। নিচে সেটি তুলে ধরা হল-

মানবধিকার লংঘনের দায়ে অভিযুক্ত কতৃত্ববাদি আওয়ামী লীগ সরকার অতিতে এত দুরবস্থায় পড়ে নি ৷
তরিকত ফেডারেশন বাদে

সরকার বিরোধী বৃহত্তর আন্দোলনের লক্ষ্যে সব ইসলামী দলগুলা এক প্লাটফর্মে আসার প্রক্রিয়ায় রয়েছে ৷
জামায়াতের বহু নেতা জেলখানায় ৷ ধরপাকড় অব্যহত রয়েছে ৷ আওয়ামী লীগের বি টিম খ্যাত চরমোনাই পীর সাহেবের দল ইসলামি আন্দোলনও এই ঐক্য প্রক্রিয়ায় রয়েছে ৷ হেফাযত ইসলামের একটি অংশ আছে ৷

ঐক্য ভন্ডূল করতে তাই চরমোনাই পীর সাহেবের ব্যাঙ্ক হিশাব তলব করা হয়েছে ৷ যতটুকু খবর পাচ্ছি তাতে আওয়ামী লীগের হিশাব নিকাশ এবার পাল্টে যাবে ৷ বিএনপি যুগপৎ আন্দোলনের ডাক দিলেই সব পরিষ্কার হয়ে যাবে ৷ ‘র’ পাশ থেকে সরে গেছে ৷ জাপা নেই ৷ আওয়ামী লীগ অতিতে এ রকম নিঃসঙ্গ অবস্থায় কখনো পড়ে নি ৷ তবে গোমুত্রখোরদের ছেড়ে ড্রাগনের সাথে সদ্য গাঁটছড়া বেধেছে ৷ সরকারের প্রতি আমেরিকান রাষ্ট্রদুতদের প্রতিনিয়ত সতর্কবাণী ৷

র্যাব এর মতো পুলিশের উপরও মার্কিন স্যাংশান আসার সম্ভাবনা রয়েছে ৷ বাংলাদেশের জন্য জাতীসংঘ মিশন যদি স্তগিত হয়ে যায় তবে অশনি সংকেত ৷ রিজার্ভ আগামী দু মাসে ২০ বিলিয়ান ডলারে নেমে আসবে ৷ দুর্ভিক্ষ অবস্থার মুখে পড়বে তিন ভাগের দু ভাগ মানুষ ৷
সবকিছু মিলিয়ে আগামীর বাংলাদেশ অতিতের মতো মাখনে ছুরি চালানোর মত সহজ হবে না ক্ষমতাশীন আওয়ামীলীগের পক্ষে ৷
আল্লাহ এ দেশের উপর রহম করুন ৷

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments