বিদেশ থেকে অর্থ পাঠানোর ক্ষেত্রে যদি হুন্ডি বা অবৈধ কোনো পন্থা অবলম্বন করা হয় তাহলে শাস্তির ব্যবস্থা রাখছে বাংলাদেশ ব্যাংক। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক আব্দুল হয় সঞ্জু। নিচে তার এই স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হল –
বাংলাদেশ ব্যাংক বিবৃতি দিয়ে জানিয়েছে, অবৈধ পথে রেমিট্যান্স পাঠালে শাস্তি দেয়া হবে।
অর্থাৎ
১) রেমিট্যান্স না পাঠালে কোনো শাস্তি নাই।
২) ২/৩ মাস রেমিট্যান্স পাঠানো বন্ধ রাখলেও শাস্তি হবেনা।
৩) আত্মীয়-স্বজনকে কয়েক মাস ঋণ করে চলতে বললেও শাস্তি হবেনা।
৪) কিছু সংখ্যক ব্যাংক বন্ধ হয়ে যাবে- এমন খবর শুনে যারা নগদ টাকা তুলে নিচ্ছেন, তাদের কাছ থেকে প্রবাসীদের পরিবার ঋণ নিতে পারবে। তাঁরাও টাকা নিরাপদে রাখতে ঋণ দেবে। কোনো ব্যাক্তির কাছ থেকে ঋণ নিলে বাংলাদেশ ব্যাংক শাস্তি দিতে পারবেনা।
এরপর ২/৩ মাস পরে প্রবাসী যখন বৈধ পথে রেমিট্যান্স পাঠাবে, তখন ঋণ পরিশোধ করে দিতে পারবেন প্রবাসীর পরিবার।
উপরোক্ত পদ্ধতিতে আইন ভঙ্গ হওয়ার কোনো সম্ভাবনা নাই।