উপনির্বাচন নিয়ে দেশে নানা আলোচনা সমালোচনা ছড়িয়েছে সেই সাথে দেখা গিয়েছে এই নির্বাচনে কারচুপির বিষয় নিয়েও অনেক কথা বলেছে সেই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েয়েছেন লেখক শামসুল আলম নিচে সেটি তুলে ধরা হল –
নির্বাচন কমিশন বলছে, উপনির্বাচনে ১৫/২০ পারসেন্ট ভোট পড়েছে, যার অর্থ দাড়ায়, সরকারের সর্বোচ্চ প্রাপ্ত ভোট ৮ থেকে ১০ ভাগ (যদিও সরকারী দলের কর্মীরা নিজেরাই ভোট দিয়েছে মর্মে খবর আছে), যেখানে বিএনপিসহ বিরোধী দলের কোনো বাধা দেয়নি, কোনো মারামারি কাটাকাটি হয়নি!
এতদসত্ত্বেও এই ফল!
এটা একটা পরীক্ষা হয়ে গেলো, যার ফলাফল হলো, তাদের হিসাবেই দেশের ৯০ ভাগ মানুষ এই সরকারের বিপক্ষে। এই নিয়া রাজত্ব চালায় !!!
এদেরকে টেনে নামাতে এত ভয়?