বিচারপতি যাঁরা থাকেন তাদের দায়িত্ব নয় বিচার করে আসল অপরাধীদের শাস্তির আওতায় আনা তবে তাদের বিচারে যদি ন্যায় প্রতিষ্ঠা না হয় তাহলে দেখা যায় নিরপরাধ মানুষ অপরাধী হয়ে সাজা ভোগ করে। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক আহমেদ শোয়েব। নিচে সেটি তুলে ধরা হল –
এসব বিচারপতিরাই এতোদিন ভুয়া, মিথ্যা মামলার রায় দিয়ে নিরপরাধ মানুষদেরকে রিমান্ড দিয়েছে, জেলে রেখেছে। প্রকৃতির নির্মম প্রতিশোধ তা কাউকে ছাড়ে না, আজ হোক কাল হোক বদলা পাবেই, কম হোক বা বেশি হোক। বাকী হিসাব নেওয়ার জন্য উপরে একজন বসে আছেন। নিজেদের সৃষ্ট জাহান্নামের উত্তাপ এখন তোমরাই পুড়বে। এনজয় ইউর ওউন হেল, বাই।
ঘটনাস্থলঃ ব্রাহ্মনবাড়িয়া আদালত
ঘটনার হোতাঃ বারের সভাপতি, সেক্রেটারি সহ আওয়ামী গং।