বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী ও আইটেম গার্ল মালাইকা অরোরা। মুন্নি বদনাম গানের মাধ্যমে তিনি আলোচনায় এসেছিলেন। এই অভিনেত্রীর ব্যাক্তিগত বিষয় নিয়ে প্রতিনিয়ত নানা আলোচনা এবং ট্রল হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে যখন পাপারাজ্জিরা তাকে জিমের পোশাকে ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তখন তাকে নিয়ে ট্রলের ঝড় ওঠে। তার পোশাক, হাঁটার স্টাইল নিয়ে নানা ধরনের অপমান রয়েছে।
বিষয়টি নিয়ে পাপারাজ্জিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মালাইকা। এই পর্বে জনপ্রিয় কৌতুক অভিনেতা ভারতী সিংয়ের অনুষ্ঠানের অতিথি ছিলেন মালাইকা।
পাপারাজ্জিদের সম্পর্কে ভারতী সিংয়ের সাথে কথা বলতে গিয়ে বলিউডের ‘ছাইয়া চাইয়া’ গার্ল মালাইকা বলেছেন, ‘আমি কখনো কাউকে বকাঝকা করিনি, যদি না তারা আমাকে ধাক্কা দেয় ।
কিন্তু যে বিষয়টি আমাকে বিরক্ত করে তা হল, আপনি এখানের (উপরের বুকের দিকে ইশারা করে) ছবি তুলছেন না, এখানে (নিচের বুকের দিকে) ছবি তুলছেন। আপনি আবার আমার পিছনের ছবি তুলছেন কেন? আমি আমার শরীর ভালোবাসি. ক্যামেরা এখানে থেকে সেখানে শরীরের উপর চলে যায় (বুক এবং নীচের দিকে পয়েন্ট করে)। এটা নিয়ে আমার সমস্যা আছে।’
মালাইকা আরও বলেন, এখন অনেকেই বলবে, শরীর দেখাতে না চাইলে শরীর ঢেকে পোশাক পরুন। কেন আমাকে ঢেকে পরতে হবে? তোমার সমস্যা কি আমি আমার মত করে সাজবো। অনুষ্ঠানে পাপারাজ্জিদের রাগ করার পাশাপাশি, যারা ডিভোর্স নিয়ে ট্রোল করেছেন তাদেরও ব্যঙ্গ করেছেন মালাইকা।
উল্লেখ্য, অভিনেত্রী মালাইকা অরোরা ব্যাক্তিগত জীবনে বিয়ে করেছিলেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের বড়ভাই আরবাজ খানকে এবং সেই সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। পরে অবশ্য সেই সংসার ভেঙে যায়।