বাংলাদেশী বিনোদন জগতের অন্যতম আলোচিত অভিনেত্রী শারমিন আঁখি শুটিং এ গিয়ে অগ্নিকাণ্ডের কবলে পড়েছে।গত শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে শুটিংয়ের সময় বাথরুমে বিস্ফোরণে দগ্ধ হয় আঁখি। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যায় শেখ হাসিনাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে ভর্তি করা হয়।
তার শ্বাসনালীসহ শরীরের ৩৫% পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাঃ সামন্ত লাল সেন।
দগ্ধ অভিনেত্রীর স্বামী রাহাদ কবির জানান, বাথরুমের বৈদ্যুতিক স্পার্ক বিস্ফোরণে আগুন লেগেছে। মেক আপ রুম এবং বাথ রুম একসাথে ছিল। বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায়। বিকেলে এ ঘটনা ঘটে, আহতকে প্রথমে ইসলামিয়া হাসপাতালে, সেখান থেকে সন্ধ্যা সাতটায় শেখ হাসিনা জাতীয় বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার শাহাবুদ্দিনের মেয়ে। চট্টগ্রাম সদর আকবর শাহ রাহাদ কবিরের স্ত্রী। দুই বোনের মধ্যে সে ছোট। বর্তমানে, পল্লবীর তার স্বামীর সাথে ইশতান হাউজিংয়ে থাকেন।
স্বামী জানান, ঘটনাস্থল পল্লবী থানার কালশী রোডে অ্যাপেক্স শোরুমের পাশে। সেই শুটিং খেলাটি ছিল নতুন। সেখানে এটি ছিল ২য় বারের মতো শুটিং। খেলাটি একেবারে নতুন ছিল, পেইন্টের গন্ধ চলে গেছে।
বার্ন ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, দগ্ধ বোন ও স্বামীর স্বজনরা সেখানে অপেক্ষা করছেন। বড় বোন শাহনাজ আক্তারের স্বামীও একই কথা বললেন তার বোনকে নিয়ে। তারা ভেবেছিল বাথরুমে গ্যাস আছে। আর বিস্ফোরণ ঘটে বৈদ্যুতিক স্পার্ক থেকে।
উল্লেখ্য, শারমিন আঁখি বাংলাদেশের ছোটপর্দার বেশ আলোচিত একজন অভিনেত্রী তার অভিনয় অনেকের কাছে বেশ প্রশংসনীয় এবং বর্তমান সময়ে তার কিছু কিছু কাজ বেশ লোচনায় এসেছে।