সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিভিন্ন সময় বিরোধী দলের কর্মকান্ড নিয়ে নানা বিরূপ মন্তব্য করে বলে অভিযোগ রয়েছে তবে তার এই মন্তব্য নিয়ে অনেকেই লেখা লেখি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়াতে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক সামসুল আলম। নিচে সেটি দেওয়া হল –
এই লোকটাকে আসলে রাজনীতিতে মানায় না, হয় সার্কসের জোকারি করুক, নয়তো পূর্ণিমা-মাহিদের নিয়াই থাকুক। দেশের রাজনীতি একটা সিরিয়াস বিষয়, এর সাথে কোটি কোটি মানুষের জীবন জীবিকা বেঁচে থাকা নির্ভরশীল- অথচ এই লোক একটা বড় দলের দায়িত্বশীল হয়ে সারক্ষণ ইয়ার্কী ফাজলামি করে যাচ্ছে।
৩৩ দল যদি আজকে হরতাল অবরোধের ঘোষণা দিত, তখন তো আবার চিক্কইর শুরু করতো মিস্টার ক্রো।
তবে শুনুন মিস্টার জোকার, সরকারের পতন অবশ্যই হবে। আর সেজন্য আপনার পছন্দের হরতাল অবরোধ, ঘেরাও, গণমিছিল, লাগলে সবকিছু দখলের কর্মসূচিও আসবে। সে পর্যন্ত মাঠ যেনো না ছাড়েন। আরেবটা করতে পারেন- যেভাবে মার্কিন চাপে রাশিয়ান জাহাজ ঢুকতে দেন নাই, ঐরকম চাপেই গদি ছেড়ে জানজীবন রক্ষা করে একান্ত বাধ্যগত ছাত্রের পরিচয় দিতে পারেন।