বাংলাদেশে চলমান অর্থনৈতিক অবস্থার কারনে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে এমন খবর নিয়ে গ্রাহকদের মনে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে এই আশংকা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ। তিনি বলেছেন যে গ্রাহকদের তাদের ব্যাংক আমানত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আবুল কালাম আজাদ এ কথা বলেন।
তিনি বলেন, কোনো ব্যাংক আমানত পরিশোধে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের ১৬২৩৬ নম্বরে কল করে কোনো অভিযোগ জানাতে হবে। আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করব। ‘
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরও বলেন, দেশে বিশ্বব্যাংকের চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এ ছাড়া নতুন প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। ‘
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি এবং ভবিষ্যতেও বন্ধ হবে না। তাই ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত উত্তোলনের ষড়যন্ত্রমূলক খবর ছড়ানো হচ্ছে। এ প্রসঙ্গে সবাইকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা খুবই মজবুত অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্য সংকট নেই। স্বাধীনতার ৫১ বছরে দেশে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করি, ভবিষ্যতে কোনো ব্যাংক বন্ধ থাকবে না। ব্যাংকে মানুষের আমানত সম্পূর্ণ নিরাপদ।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধমগুলিতে সম্প্রতি ব্যাংকের বন্ধ হয়ে যাওয়ার কথা শুনে গ্রাহকরা বেশ চিন্তায় পরে গিয়েছিল এবং তাদের রাখা আমানত তারা বুঝে পাবেন কিনা তা নিয়ে সন্ধিহান ছিল তবে এমন কিছু হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকার মুখপাত্র