Thursday, March 23, 2023
বাড়িopinionএগুলো শেষ সময়ের লুটপাট, 'খবরদার' এই ফাঁদে কোনো ব্যাংক যেন পা না...

এগুলো শেষ সময়ের লুটপাট, ‘খবরদার’ এই ফাঁদে কোনো ব্যাংক যেন পা না দেয় : শামসুল

Ads

বাংলাদেশের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ কোনো প্রতিষ্ঠানকে দিতে পারবে না।তবে, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য এ সীমা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।যা নিয়ে অনেকেই দেখছেন সংশয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম নিচে সেটি তুলে ধরা হল –

এগুলো শেষ সময়ের লুটপাট!
বিদ্যুৎ জ্বালানী খাতে ব্যাংকের সর্বোচ্চ সীমার বেশি লোন দিতে উৎসাহিত করছে সরকার। তার মানে হলো, ব্যাংক দেউলিয়া হয়ে গেলে যাক। তাও তাদের সরকার বাঁচাতে ব্যাংকের লোন চাই। কিন্তু ডলার? ডলার পাবে কোথায়?
খবরদার! এই ফাঁদে কোনো ব্যাংক যেন পা না দেয়। এই সরকারের পতন কিন্তু অবশ্যই হবে (ইনশা আল্লাহ)। উল্টাপাল্টা লোন দিয়ে কেহ বিপদে পড়তে যাবেন না।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments